ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ঈদের দিনে ইয়াং এরশাদ!

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৬ ঘণ্টা, জুন ২৬, ২০১৭
ঈদের দিনে ইয়াং এরশাদ! শুভেচ্ছা বিনিময় করেছেন হুসেইন মুহম্মদ এরশাদ/ছবি: বাংলানিউজ

ঢাকা: নির্ধারিত সময়ের বিশ মিনিট আগেই হাজির হলেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। নেভি-ব্লু  রঙের পাঞ্জাবির সঙ্গে ম্যাচিং করা ন্যারো পাজামা। চোখে চওড়া সানগ্লাস, পায়ে কলাপুরি জুতায় বয়স যেন আড়াল করে ফেলেছেন কয়েক দশক! কে বিশ্বাস করবে ইনিই দেশের অন্যতম প্রবীণ রাজনীতিবিদ!

একজনতো পেছন থেকে বলেই বসলেন, স্যারকে আজ বেশ ইয়াং লাগছে। শুনে মুখে কোনো উত্তর দিলেন না, শুধু মুচকি হাসি দিলেন।



গাড়ি থেকে নেমে বনানীতে চেয়ারম্যানের কার্যালয়ের নিচতলার ড্রয়িংরুমের সোফায় বসলেন। আগে থেকেই অপেক্ষায় ছিলেন অনেক নেতাকর্মী। তারা একে একে শুভেচ্ছা বিনিময় করেন। কয়েক মিনিটের মধ্যেই হাজির হলেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।

একটু পরে হাজির পার্টির কো-চেয়ারম্যান ছোটভাই জিএম কাদের, এরশাদের সহধর্মিণী সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদসহ বেশ কয়েকজন সিনিয়র নেতা। আবার মিরপুর থেকে মোটর শোভাযাত্রা নিয়ে হাজির হন মোটর শ্রমিক পার্টির নেতা মোস্তাকুর রহমান মোস্তাক।

দলের নেতাকর্মীদের সঙ্গে এরশাদশোভাযাত্রার সামনে অনেকগুলো মোটরবাইক, তারপরে মোস্তাকুর রহমানের পাজেরো জিপ, এরপর একটি মিনিবাসে কর্মীরা। একে একে হাজির হন প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, এমএ সাত্তার, মীর আব্দুস সবুর আসুদ, উপদেষ্টা পরিষদের সদস্য রিন্টু আনোয়ারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কেউ ফুল হাতে, কেউ আবার আর্ট পেপারে বিশেষ কায়দায় ঈদ মোবারক লেখা নিয়ে হাজির হন এরশাদকে ঈদ শুভেচ্ছা জানাতে। ঘণ্টাব্যাপী চলে শুভেচ্ছা বিনিময় পর্ব। শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ভূরিভোজের আয়োজন করা হয় সেখানে। পুরান ঢাকা থেকে  আনা হয় মোরগ পোলাও, গরুর রেজালা ও জর্দা।

নেতাকর্মীরা তৃতীয় তলার কনফারেন্স রুমে বসে উদরপূর্তি করেন। আর এখান থেকে খাবার পাঠানো হয় বারিধারা প্রেসিডেন্ট পার্কে। যা সাবেক রাষ্ট্রপতির দুপুরের খাবারে পরিবেশন করা হবে।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, জুন ২৬, ২০১৭
এসআই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।