ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বৈঠকে হামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, জুন ৩০, ২০১৭
বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বৈঠকে হামলা

বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জের আন্ধারমানি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।

শুক্রবার (৩০ জুন) এক উঠান বৈঠকে দলীয় নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে এ অভিযোগে করেন চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহমান।

পাশাপাশি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের এ হামলায় বেশ কয়েকজনকে পিটিয়ে আহত করার অভিযোগ তুলেছেন বিএনপি’র প্রার্থী ও সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান।

তিনি বলেন, আগামী ১৩ জুলাই মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধারমানিক ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহন। নির্বাচনের শুরু থেকেই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (আনারস মার্কা) প্রার্থী কাজী শহিদুল ইসলামের সমর্থকরা প্রভাব বিস্তার করে আসছে। বিএনপি প্রার্থী এবং অনুসারীদের ভোট চাওয়া কিংবা প্রচার প্রচারণা করতে দিচ্ছে না।

তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে শুক্রবার আন্ধার মানিক ইউনিয়নে নিজ বাড়ির সামনে উঠান বৈঠকের আয়োজন করেন তিনি। বিকাল ৪টায় কর্মী সভা শুরুর লক্ষে প্যান্ডেল এবং চেয়ার টেবিল সাজানো হয়। এতে উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দের অংশগ্রহনের কথা ছিলো। তারা আসার পূর্বে বিকেল ৩টার দিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর লোকজন উঠান বৈঠকে ধারালো অস্ত্র এবং লাঠি-সোটা নিয়ে হামলা করে।

এসময় তারা প্যান্ডেল ও চেয়ার ভাংচুর করে, পাশাপাশি তারা বাড়ির দরজা জানালার গ্লাস ও আসবাবপত্র ভাংচুর করা হয়। পিটিয়ে আহত করে তার ঘনিষ্টজন ও পরিবারের ৮/১০ জন সদস্যকে।

মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বিএনপির উঠান বৈঠকে হামলা এবং চেয়ারটেবিল ভাংচুরের ঘটনা শুনে পুলিশ সদস্যদের পাঠানো হয়। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থ নেওয়া হবে।

বাংলা‍দেশ সময় : ১৭৫১ ঘণ্টা, জুন ৩০, ২০১৭
এমএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।