ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

লক্ষ্মীপুর কারাগারে হাজতি যুবদল নেতার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৯ ঘণ্টা, জুলাই ১, ২০১৭
লক্ষ্মীপুর কারাগারে হাজতি যুবদল নেতার মৃত্যু

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর কারাগারের হাজতি কমলনগরের হাজিরহাট ইউনিয়ন যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মো. ফেরদৌসের (২৬) মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ জুন) দিনগত রাত ৩টার দিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আবস্থায় তার মৃত্যু হয়। এর আগে কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে হাসপাতালে ভর্তি করে।

 

ফেরদৌস কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালীয়া গ্রামের হোসেন আহাম্মদের ছেলে। ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় নির্বাচনের দিন ভোটকেন্দ্র ভাংচুরের অভিযোগে তার বিরুদ্ধে কমলনগর থানায় মামলা হয়। ওই মামলায় তিনি কারাগারে ছিলেন।  

কমলনগর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুল হুদা চৌধুরী নিহত ফেরদৌসের দলীয় পরিচয় নিশ্চিত করেছেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ফেরদৌস একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। গত ১৭ জুন তাকে পুলিশ গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

লক্ষ্মীপুর কারাগারের জেলার মো. শরিফুল ইসলাম বলেন, রাতে হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত তাকে লক্ষ্মীপুর সদর হাসাপাতালে পাঠানো হয়ে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, জুলাই ০১, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।