ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন রাতে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৯ ঘণ্টা, জুলাই ১, ২০১৭
বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন রাতে

ঢাকা: বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও পুরোনো সদস্যদের নামের তালিকা নবায়ন কর্মসূচি উদ্বোধন হবে শনিবার (০১ জুলাই) রাতে।

গুলশান কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করবেন দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
 
বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান শনিবার (০১ জুলাই) দুপুরে বাংলানিউজকে এ তথ্য জানান।


 
উদ্বোধনী অনুষ্ঠানে দলের সিনিয়র নেতা এবং এ কাজে দায়িত্বপ্রাপ্তরা উপস্থিত থাকবেন।
 
১৯৭৯ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠার পর দলের মূল চালিকা শক্তি হচ্ছে সারা দেশে এর বিপুল সংখ্যক কর্মী ও সমর্থক বাহিনী। এইসব কর্মী ও সমর্থকদেরকেই দলের গঠনতন্ত্র মোতাবেক সাধারণ সদস্যপদ দেওয়া হয়। পরে ধীরে ধীরে যোগ্যতা ও কর্ম দক্ষতা দিয়ে তারা নেতৃত্ব পান।
 
সম্প্রতি দল পুনর্গঠন প্রক্রিয়ায় নতুন সদস্য সংগ্রহের উপর জোর দেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বিভিন্ন সভা-সেমিনারে দেওয়া বক্তব্যে বিএনপির সদস্য সংখ্যা বাড়ানোর ব্যাপারে দায়িত্বশীল নেতাদের তাগিদ দেন।
 
বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, জুলাই ০১, ২০১৭
এজেড/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।