ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ধুনটে নাশকতার মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, জুলাই ১, ২০১৭
ধুনটে নাশকতার মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার

বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় অভিযান চালিয়ে নাশকতাসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছাত্রদল নেতা শাহীন আলমকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (০১ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিশ্বহরিগাছা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শাহীন উপজেলার বিশ্বহরিগাছা গ্রামের আবু তাহেরের ছেলে এবং চৌকিবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সদস্য।

ধুনট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কমল চন্দ্র বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বিগত সময়ে বিএনপি-জামায়াতের হরতাল অবরোধ চলাকালে ধুনট উপজেলার বিভিন্ন এলাকায় মারপিট, ভাঙচুর ও নাশকতা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন শাহীন। এসব ঘটনায় শাহীনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন মামলার ওয়ারেণ্ট রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, জুলাই ০১, ২০১৭
এমবিএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।