ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপির কথিত সহায়ক সরকার সংবিধান বিরোধী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, জুলাই ১, ২০১৭
বিএনপির কথিত সহায়ক সরকার সংবিধান বিরোধী সিরাজগঞ্জে জনসভায় বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী নাসিম

সিরাজগঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপির কথিত সহায়ক সরকারের কোনো বিধান সংবিধানে নেই। আর সংবিধানের বাইরে গিয়ে কোনো নির্বাচন হবে না। শেখ হাসিনার অধীনে সংবিধান মোতাবেক নির্বাচন হবে।

শনিবার (১ জুলাই) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের গোবিন্দপোটল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, গণতন্ত্রের যাত্রা অব্যাহত রাখতে গণতান্ত্রিক সব দলকে আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে হবে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে নাসিম বলেন, উন্নয়ন ও শান্তি স্থাপনে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে দলের প্রতিটি নেতাকর্মীদের কাজ করতে হবে।

বিএনপিসহ নিবন্ধিত সব রাজনৈতিক দলকে নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়ার আহবান জানিয়ে তিনি আরো বলেন, নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনো বিকল্প নেই। নির্বাচনকে ঘিরে বিএনপির নেতৃত্বে ২০ দলীয় জোট নানা ষড়যন্ত্র করবে। তারা ক্ষমতায় গেলে আবারও হাওয়া ভবন ও দুঃশাসনের বেড়াজালে জনগণ নিপতিত হবে।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোক্তাদির বকুলের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু ইউসুফ সূর্য, কৃষকলীগের কেন্দ্রীয় সহ সভাপতি আব্দুল লতিফ তারিন, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের নেত্রী জান্নাত আরা হেনরী, মিজানুর রহমান দুদু ও ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা খোকন।

এর আগে তিনি সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন শহীদ এম মনসুর আলী সড়কে প্রায় সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে নির্মিত ইছামতি ও ঘাটদহ সেতুর উদ্বোধন করেন।

এ সময় জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিভিল সার্জন ডা. শেখ মো. মনজুর রহমান এবং সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নূর ই আলম ও আবু হেনা মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, ০১ জুলাই, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।