ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

সোমবার দেশে ফিরছেন মির্জা ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, জুলাই ২, ২০১৭
সোমবার দেশে ফিরছেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: বাংলানিউজ

ঢাকা: বড় মেয়ে মির্জা শামারু, মেয়ে জামাই ও নাতনির সঙ্গে ঈদ উদযাপন শেষে অস্ট্রেলিয়া থেকে সোমবার (০৩ জুলাই) দেশে ফিরছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সিঙ্গাপুর এয়ার লাইনসের একটি ফ্লাইটে রাত ১১ টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।
 
বিএনপির চেয়াপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান রোববার (০২ জুলাই) সন্ধ্যায় বাংলানিউজকে এ তথ্য জানান।


 
রাজনীতিতে ব্যস্ত সময় পার করা মির্জা ফখরুল প্রথমবারের মতো তিন বছর বয়সী নাতনির সঙ্গে ঈদ করার জন্য রমজানের শেষ দিকে অস্ট্রেলিয়া যান। তার সঙ্গে সহধর্মিণী রাহাত আরা বেগম রয়েছেন।
 
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, জুলাই ০২, ২০১৭
এজেড/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।