ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ষোড়শ সংশোধনী নিয়ে রায় জনগণের বিজয় : বিএনপি 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৬ ঘণ্টা, জুলাই ৩, ২০১৭
ষোড়শ সংশোধনী নিয়ে রায় জনগণের বিজয় : বিএনপি 

ঢাকা: ষোড়শ সংশোধনীর মাধ্যমে সংবিধানে বিচারপতিদের অপসারণ ক্ষমতা জাতীয় সংসদের ন্যস্ত করার বিষয়টি সুপ্রিম কোর্টের অবৈধ ঘোষণাকে জনগণের বিজয় হিসেবে আখ্যা দিয়েছে বিএনপি। 

সোমবার সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির মুখপাত্র জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ আখ্যা দেন।  

বিএনপির দলীয় কার্যালয় নয়াপল্টনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, সরকার বিচার বিভাগকে করায়াত্ত করার যে দূরভিসন্ধি করেছিল আজ সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তে সেই চক্রান্ত ব্যর্থ হলো।

ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণায় সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত বিচার বিভাগের স্বাধীনতা ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সহায়ক হবে।

রিজভী বলেন, বর্তমান জাতীয় সংসদের যে কম্পোজিশন তাতে উচ্চ আদালতের বিচারকগণের অপসারণ করার ক্ষমতা জাতীয় সংসদের ওপর ন্যস্ত থাকলে সেখানে চরম দলীয় কর্তৃত্বের প্রতিফলন ঘটতো। একই সঙ্গে নিরপেক্ষতা ও ন্যায়বিচার ক্ষুণ্ন হতো।  

‘বিচারকদের নানাভাবে প্রভাবিত করতে তারা (ক্ষমতাসীন দল) চাপ প্রয়োগের সুযোগ পেতো। সুপ্রিম কোর্টের এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে জাতীয় সংসদের মাধ্যমে ক্ষমতাসীন দলের আদালতের ওপর অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপের নিশ্চিত সম্ভাবনা দূরীভূত হলো। ’

তিনি বলেন, সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের ফলে জনগণের মনে ন্যায় বিচারের নিশ্চয়তার আশ্বাস আরও গভীরভাবে প্রোথিত হলো।  

ষোড়শ সংশোধনীতে অবৈধ ঘোষণার সিদ্ধান্তকে স্বাগত ও অভিনন্দন জানাচ্ছে বিএনপি

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।