ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি সব ধর্মের মূল্যবোধে বিশ্বাস করে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, জুলাই ৩, ২০১৭
বিএনপি সব ধর্মের মূল্যবোধে বিশ্বাস করে শুভেচ্ছা বিনিময়কালে সৈয়দ এমরান সালেহ প্রিন্স-ছবি-বাংলানিউজ

ময়মনসিংহ: বিএনপি সব ধর্মের স্বাধীনতা ও মূল্যবোধে বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

সোমবার (৩ জুলাই) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়ায় রথযাত্রা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আগামী নির্বাচনে সরকার গঠন করলে বিএনপি সব ধর্মের মানুষের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করবে।

হালুয়াঘাট উত্তর খয়রাকুড়ি শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে সনাতন যুব সংঘ উল্টো রথযাত্রা অনুষ্ঠানের আয়োজন করে।

এসময় বিএনপি নেতা অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, মন্দিরের সহ-সভাপতি নরেশ চন্দ্র সরকার, যুব সংঘের সভাপতি সুভাশীষ সরকার শুভ, সাধারণ সম্পাদক সঞ্জয় সরকার, অধ্যাপক স্বপন ধর বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৭ 
এমএএএম/আরআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।