ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

রাজশাহী জামায়াতের সাবেক আমিরের বিরুদ্ধে স্ত্রীর মামলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৫ ঘণ্টা, জুলাই ৪, ২০১৭
রাজশাহী জামায়াতের সাবেক আমিরের বিরুদ্ধে স্ত্রীর মামলা

রাজশাহী: রাজশাহী মহানগর জামায়াতের সাবেক আমির ও দলটির কেন্দ্রের কর্মপরিষদ সদস্য আতাউর রহমানের বিরুদ্ধে যৌতুকের মামলা করেছেন তার দ্বিতীয় স্ত্রী রাশেদা বেগম। 

মঙ্গলবার (৪ জুলাই) বেলা পৌনে ১২টার দিকে রাজশাহীর মুখ্য মহানগর হাকিমের আদালতে (খ-অঞ্চল) হাজির হয়ে মামলা করেন তিনি। আদালত মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন।

 

বাদীপক্ষে আদালতে মামলাটি করেন অ্যাডভোকেট মোমিনুল ইসলাম বাবু। পরে মামলা গ্রহণ প্রসঙ্গে আদালতে শুনানি হয়। শুনানি শেষে আদালতের বিচারক মো. মাহবুবুর রহমান আগামী ৪ সেপ্টেম্বরের মধ্যে আতাউরকে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।

বাদীপক্ষের আইনজীবী মোমিনুল ইসলাম বাবু বাংলানিউজকে এই বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় আসামি আতাউরের বিরুদ্ধে ৫ লাখ টাকা যৌতুকের দাবির অভিযোগ আনা হয়েছে। আতাউর রহমানের দ্বিতীয় স্ত্রী রাশেদা বেগম বাদী হয়ে মামলাটি করেছেন।

মামলায় তিনি অভিযোগ করেছেন, ২০১৬ সালের ১১ এপ্রিল আতাউর রহমানের সঙ্গে ২ লাখ টাকা দেনমোহর ধার্য করে গোপনে রাশেদার বিয়ে হয়। দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হলে তিনি বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনেন।    

এ সময় তাকে স্ত্রী হিসেবে অস্বীকার করেন আতাউর। পরে কাবিননামা নিয়ে বিভিন্ন স্থানে দেনদরবারও করেন। কিন্তু উল্টো তাকে ভয়ভীতি দেখানো হয়। এক পর্যায়ে ৫ লাখ টাকা যৌতুক দাবি করেন আতাউর। কিন্তু তা দিতে না পারায় রাশেদাকে তিনি স্বীকৃতি দেননি। সর্বশেষ গত ২ জুন ভাইদের নিয়ে রাশেদা তার স্বামীর বাড়িতে যান।  

কিন্তু এরপরও জামায়াতের এই নেতা তাকে ঘরে তুলে নেননি। উল্টো ৫ লাখ টাকা যৌতুক না দিয়ে স্ত্রীর অধিকার চাইলে তার ক্ষতি হবে বলে ভয় দেখান। এর পরিপ্রেক্ষিতে তিনি মামলা করেছেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম বাবু।  

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৭
এসএস/আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।