ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

জলঢাকায় শিবিরের ৮ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, জুলাই ৪, ২০১৭
জলঢাকায় শিবিরের ৮ নেতাকর্মী আটক

নীলফামারী: নীলফামারীর জলঢাকার পল্লীতে গোপন বৈঠক চলাকালে অভিযান চালিয়ে শিবিরের আট নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের গোলমুন্ডা বাজার ফাজিল মাদ্রাসা থেকে এদের আটক করা হয়।

জলঢাকা থানা ভ‍ারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বাংলানিউজকে জানান, ওই মাদ্রাসার ভেতরে নাশকতা পরিকল্পনার জন্য বহিরাগতসহ শিবিরের স্থানীয় নেতাকর্মীরা গোপন বৈঠক করছে জানতে পেরে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে জলঢাকা থানার পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে আটজনকে আটক করে।

এরা হলো-গোলমুন্ডা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন জামায়াতের আমির তোজাম্মেল হোসেনের ছেলে সাব্বির আহমেদ (২০), গোলমুন্ডা বাজারপাড়া গ্রামের তহিদুল ইসলামের ছেলে মাহমুদ আল হাসান (১৮), আবদার রহমানের ছেলে আবেদ আলী (১৮), মফিজ উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (১৯), খায়রুল ইসলামের ছেলে গোলাম রব্বানী (১৯), আব্দুল হামিদের ছেলে আশরাফুল ইসলাম (১৮), মোজাম্মেল হকের ছেলে রেজাউল করিম (২০), আনিছুর রহমানের ছেলে আব্দুল্লাহ (১৮)। এসময়  কয়েকজন শিবির নেতাকর্মী পালিয়ে যায়।

আটক নেতাকর্মীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার প্রস্ততি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ০৪ জুলাই, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।