ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

নীলফামারীতে ৮ শিবির কর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৮ ঘণ্টা, জুলাই ৪, ২০১৭
নীলফামারীতে ৮ শিবির কর্মী আটক

নীলফামারী: নীলফামারীর জলঢাকা উপজেলার গোলমুন্ডা পল্লীতে নাশকতার গোপন বৈঠক করার সময় ৮ শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (০৪ জুলাই) সন্ধ্যায় গোলমুন্ডা বাজার ফাজিল মাদ্রাসার ভেতরে বৈঠক করার  সময় তাদের আটক করা হয়।

জানা যায়, নাশকতা পরিকল্পনায় বহিরাগতসহ স্থানীয় একদল শিবির নেতাকর্মীরা গোপন মাদ্রাসার ভেতরে বৈঠক করছে জানতে পেরে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।


খবর পেয়ে জলঢাকা থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকরা গোলমুন্ডা ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন জামায়াতের আমীর তোজাম্মেল হোসেনের ছেলে সাব্বির আহমেদ (২০), গোলমুন্ডা বাজারপাড়া গ্রামের তহিদুল ইসলামের ছেলে মাহমুদ আল হাসান (১৮), আবদার রহমানের ছেলে আবেদ আলী (১৮), মফিজ উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (১৯), খায়রুল ইসলামের ছেলে গোলাম রব্বানী (১৯), আব্দুল হামিদের ছেলে আশরাফুল ইসলাম (১৮), মোজাম্মেল হকের ছেলে রেজাউল করিম (২০), আনিছুর রহমানের ছেলে আব্দুল্লাহ (১৮)।

এলাকাবাসী জানায় পুলিশের উপস্থিতি টের পেয়ে বহিরাগত বেশ কিছু শিবির নেতা পালিয়ে যায়।

এ বিষয়ে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান  জানান, আটকদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।
 
বাংলাদেশ সময়: ০৪৫৩ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৭
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।