ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

নাগরপুরে ইউপি নির্বাচনে আ’লীগ প্রার্থী বিজয়ী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, জুলাই ৫, ২০১৭
নাগরপুরে ইউপি নির্বাচনে আ’লীগ প্রার্থী বিজয়ী

টাঙ্গাইল: পর পর দু’বার স্থগিত হওয়া টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী রিয়াজ উদ্দিন তালুকদার বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বুধবার (৫ জুলাই) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে আওয়ামী প্রার্থী রিয়াজ উদ্দিন তালুকদার নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৪৮৩ ভোট।

তার নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আবুবকর সিদ্দিক আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৮৯২ ভোট।

উপজেলা নির্বাচন অফিসার আব্দুল বাতেন বাংলানিউজকে এ তথ্য জানান।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।