ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ঝিনাইদহে জামায়াতকর্মীসহ গ্রেফতার ৪৩

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৮ ঘণ্টা, জুলাই ৬, ২০১৭
ঝিনাইদহে জামায়াতকর্মীসহ গ্রেফতার ৪৩

ঝিনাইদহ: ঝিনাইদহে বিশেষ অভিযান চালিয়ে জামায়াতকর্মীসহ ৪৩ পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৫ জুলাই) দিনগত রাত থেকে বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল পর্যন্ত জেলার ছয় উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ বাংলানিউজকে জানান, জেলায় সন্ত্রাস ও নাশকতা বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।

এরই অংশ হিসেবে ঝিনাইদহ সদর থেকে ২৪ জন, হরিণাকুণ্ডু থেকে তিনজন, শৈলকুপা থেকে তিনজন, কালিগঞ্জ থেকে আটজন, মহেশপুর থেকে তিনজন ও কোটচাঁদপুর থেকে জামায়াতকর্মীসহ দু’জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৭
টিএ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।