ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

সাম্যবাদী দলের ৪ নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, জুলাই ৬, ২০১৭
সাম্যবাদী দলের ৪ নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

রাজশাহী: সরকার ও দেশবিরোধী বক্তব্য দেওয়ার জন্য রাজশাহীর চারঘাটে সাম্যবাদী দলের চার নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। 

বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেলে রাজশাহীর চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন মামলার বিষয়টি নিশ্চিত করেন।

মামলায় সাম্যবাদী দল মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. ফয়জুল হাকিম (৫৫), মুক্তি কাউন্সিল উত্তরাঞ্চল-৩ পাবনার সভাপতি মজিবর রহমান (৫২), মুক্তি কাউন্সিল উত্তরাঞ্চল-৩ পাবনার ঈশ্বরদীর সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (৫০) ও সাম্যবাদী দলের চারঘাট শাখার সাধারণ সম্পাদক ডা. আবদুল হাকিমকে (৬০) আসামি করা হয়েছে।

ওসি বলেন, গত ৭ এপ্রিল সাম্যবাদী দলের চারঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডা. হাকিমের সভাপতিত্বে চারঘাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে রাজনৈতিক সভা চলছিল। এ সময় সাম্যবাদী দলের এই নেতারা সরকার, সেনাবাহিনী, পররাষ্ট্রনীতিসহ দেশবিরোধী বিভিন্ন ধরনের বক্তব্য দেন। এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ নেতাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

এক পর্যায়ে সভাস্থলে চেয়ার ভাংচুর ও সংঘর্ষ হয়। এরই পরিপ্রেক্ষিতে স্থানীয় ছাত্রলীগ নেতা রায়হানুল হক রানা বাদী হয়ে সাম্যবাদী দলের চার নেতার বিরুদ্ধে চারঘাট থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগটি অনুমোদনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ে পাঠানো হয়। পরে সরকারের অনুমোদনের পর বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রদ্রোহের মামলাটি রুজু করা হয়। এখন আসামিদের গ্রেফতারের জন্য ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৭
এসএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।