ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় যুবলীগের বিক্ষোভ মিছিল সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, জুলাই ৬, ২০১৭
বগুড়ায় যুবলীগের বিক্ষোভ মিছিল সমাবেশ বগুড়ায় যুবলীগের বিক্ষোভ মিছিল সমাবেশ

বগুড়া: বগুড়া শহর যুবলীগ নেতা রহমাতুল ইসলাম মনিরের ওপর হামলাকারীদের গ্রেফতার শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শহর যুবলীগ। 

বৃহস্পতিবার (০৬ জুলাই) দুপুরে শহরের সাতমাথা সংলগ্ন টেম্পলরোডের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সাতমাথা হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 
 
পরে দলীয় কার্যালয়ের সামনে কাউন্সিলর মোস্তাকিম রহমানের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।  
 
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন।  
 
বিশেষ অতিথি হিসেবে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু বক্তব্য রাখেন।
 
এছাড়া সমাবেশে জেলা যুবলীগ নেতা আনোয়ার হোসেন মুকুল, খালেকুজ্জামান রাজা, বাপ্পি কুমার চৌধুরী, এজাজুল হক ডনেল ,ফজলে রাব্বি মিথন, আবু সাইদ পাপ্প, ইফতারুল ইসলাম মামুন, আনন্দ কুমার দাস, মাসুদুর রহমান বিপ্লব, রাসেদুজ্জামান রাসেল, জাকারিয়া আদিল, আবু সাইদ লেলিন, সরফরাজ হোসেন স্বরাজ, আজমিরে খোদা নোমান, এনামুল হক, লতিফুল ইসলাম মুন্না, গোলম রহমান ফটো, আতিকুর রহমান মোতালের হোসেন জনি, মোমিনুল ইসলাম হোসেন, সেলিক মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন।
 
বক্তারা অবিলম্বে যুবলীগ নেতা মনিরের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৭
এমবিএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।