ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

‘বিএনপি আনরিয়েলিস্টিক, আই ডোন্ট কেয়ার’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, জুলাই ৭, ২০১৭
‘বিএনপি আনরিয়েলিস্টিক, আই ডোন্ট কেয়ার’ ছবি: আবু বকর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: বিএনপিকে নিয়ে কোনো মন্তব্য করতে রাজি নন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, ‘বিএনপি এতোই আনরিয়েলিস্টিক যে, আই ডোন্ট কেয়ার।’

শুক্রবার (৭ জুলাই) সিলেটের ফেঞ্চুগঞ্জের বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ মন্তব্য করেন।  

কুশিয়ারা নদীর তীরবর্তী ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর ইসলামপুর গ্রামে উপজেলা প্রশাসন আয়োজিত ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেন।

 

অর্থমন্ত্রী এমএ মুহিত বলেন, সরকারের হাতে যথেষ্ট খাদ্য আছে। আরও আসছে সমুদ্রপথে। আমাদের খাদ্যের অভাব নেই। ’ 

‘তাছাড়া আমরা যথেষ্ট কৃতিত্বের সঙ্গে বন্যা মোকাবেলা করছি। মাঝখানে চালের দাম বেড়েছিল, এখন কমেছে। বিপদে কিংবা কষ্টের সময় সরকার আপনাদের পাশে আছে,’ স্থানীয়দের উদ্দেশ্যে বলেন তিনি।  

সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে সিলেট-৩ (ফেঞ্চুগঞ্জ-দক্ষিণ সুরমা ও বালাগঞ্জের কিছু অংশ) আসনের সংসদ সদস্য (এমপি) মাহমুদ উস সামাদ চৌধুরী, সংরক্ষিত নারী আসনের এমপি আমাতুল কিবরিয়া, কেন্দ্রীয় আওয়‍ামী লীগ সদস্য ও সিলেট মহানগর সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাব উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত আলী, ইউএনও হুরে জান্নাত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুর রহমান রুমান প্রমুখ বক্তব্য দেন।  

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৭
এনইউ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।