ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

নৌকায় ভোট চাইলেন হুইপ ইকবালুর রহিম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, জুলাই ৭, ২০১৭
নৌকায় ভোট চাইলেন হুইপ ইকবালুর রহিম গণসংযোগকালে ইকবালুর রহিম। ছবি: বাংলানিউজ

দিনাজপুর: জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর সদর-৩ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ইকবালুর রহিম বলেছেন, দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কাকে পুনরায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। নৌকায় ভোট দিয়ে অন্যায়, অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন।

শুক্রবার (৭ জুলাই) দিনব্যাপী দিনাজপুর সদর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে আওয়ামী লীগের পক্ষে গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

ইকবালুর রহিম বলেন, দেশের মানুষকে সুখে ও শান্তিতে রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।

মহান স্বাধীনতা যুদ্ধে যারা দেশের বিরুদ্ধে কাজ করছে তারাই আবার দেশের মানুষকে পুড়িয়ে মারছে। এসব দেশ বিরোধীদের বর্জন করুন।

‘ক্ষমতার লোভে যারা জ্বালাও পোড়াও করে মানুষ হত্যা করেছে তারা দেশ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের বর্জন করে শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট দিন। ’গণসংযোগকালে ইকবালুর রহিম।  ছবি: বাংলানিউজ

এর আগে, হুইপ ইকবালুর রহিম দলীয় নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও তার বাবা এম আব্দুর রহিমের কবর জিয়ারত করেন।

এ সময় উপস্থিত ছিলেন ৮ নম্বর শংকরপুর ইউনিয়নের চেয়ারম্যান ইসাহাক চৌধুরী, আওয়ামী লীগ নেতা আকতারুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু ইবনে রজব, সাধারণ সম্পাদক জাকারিয়া জাকির, কোতয়ালি আওয়ামী লীগের নির্বাহী সদস্য হাজী আখতারুজ্জামান পলাশ, কোতয়ালি যুব লীগের সাধারণ সম্পাদক নুলে আজম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, জুলাই ৭, ২০১৭
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।