ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

নির্বাচন দেশ-বিদেশের কাছে গ্রহণযোগ্য হতে হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, জুলাই ৭, ২০১৭
নির্বাচন দেশ-বিদেশের কাছে গ্রহণযোগ্য হতে হবে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসল‍াম আলমগীর/ছবি: বাংলানিউজ

ঠাকুরগাঁও: আসন্ন সংসদ নির্বাচন দেশ ও দেশের বাইরের মানুষের কাছে গ্রহণযোগ্য হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এজন্য সরকারকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (৭ জুলাই) রাতে ঠাকুরগাঁও পৌরসভা কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

চালের দাম বাড়ার সমালোচনা করে তিনি বলেন, সাধারণ মানুষ চাল কিনতে পারছে না।

অথচ সরকার এখনও চাল আমদানির উদ্যোগ নেয়নি।

সাহিত্যিক ফরহাদ মজহার গুম হওয়া সম্পর্কে বলেন, সরকার আর্ন্তজাতিক চাপে  ফরহাদ মজহারকে ফেরত দিয়ে এখন নাটক ও গল্প তৈরি করছে।

এসময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীনসহ সদর, পীরগঞ্জ, বালিয়াডাঙ্গী, রানীশংকৈল ও হরিপুর উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।