ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়া দেশে ফিরলেই নির্বাচনকালীন সরকারের রূপরেখা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৭ ঘণ্টা, জুলাই ৮, ২০১৭
খালেদা জিয়া দেশে ফিরলেই নির্বাচনকালীন সরকারের রূপরেখা অনুষ্ঠানে আমির খসরু-ছবি-বাংলানিউজ

খুলনা: দলীয় প্রধান খালেদা জিয়া দেশে ফিরলেই নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা তুলে ধরা হবে। সহায়ক সরকারের পক্ষে জনমত সৃষ্টি করতে হবে।

খুলনা মহানগর বিএনপি আয়োজিত প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।

শনিবার (৮ জুলাই) দুপুরে খুলনা মহানগরীর হোটেল টাইগার গার্টেনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনি বলেন, আমরা নির্বাচনের প্রস্তুতি নেয়নি তাতেই সরকার ভীত হয়ে পড়েছে। আমরা এখনও নির্বাচনের কাজ শুরু করিনি। শুধু ইঙ্গিত দিয়েছি নির্বাচনে যাবো। সরকার জনসমর্থন হারিয়েছে। আমরা নির্বাচন কমিশনের ওপর নির্ভরশীল নয়, আমরা জনগণের ওপর নির্ভরশীল। আর এ জন্যই আমাদের আন্দোলন চলছে। জনগণকে ভোটাধিকার প্রয়োগের আন্দোলনে সম্পৃক্ত করতে হবে।

তিনি দলীয় নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে একত্রিত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। বক্তৃতা করেন খুলনা সিটি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি, মহানগর বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহতেশামুল হক শাওন।

মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তরিকুল ইসলাম ও সাবেক ছাত্রদল নেতা আসাদুজ্জামান মুরাদের পরিচালনায় অনুষ্ঠানে জেলা সভাপতি শফিকুল আলম মনা, জেলা সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, সাবেক সংসদ সদস্য কাজী সেকেন্দার আলী ডালিম, সৈয়দা নার্গিস আলী, সাবেক সংসদ সদস্য শেখ মুজিবর রহমান, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও মহানগর আহ্বায়ক আজিজুল হাসান দুলু উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠানে জানানো হয়, ঢাকার বাইরে সদস্য সংগ্রহ অভিযান এই প্রথম। দুই মাসব্যাপী কর্মসূচিতে লক্ষাধিক সদস্য সংগ্রহের টার্গেট করেছে খুলনা বিএনপি। ২০০৯ সালে সর্বশেষ সদস্য সংগ্রহে ২৫ হাজার সদস্য দলে তালিকাভূক্ত হন।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৭
এমআরএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।