ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহ মহানগর যুবলীগ সদস্য রনি বহিষ্কার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, জুলাই ৮, ২০১৭
ময়মনসিংহ মহানগর যুবলীগ সদস্য রনি বহিষ্কার

ময়মনসিংহ: সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহ মহানগর যুবলীগের সদস্য মনিরুজ্জামান রনিকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবলীগ। 

শনিবার (০৮ জুলাই) বিকেল ৩টার দিকে কেন্দ্রীয় যুবলীগের দফতর সম্পাদক কাজী আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত বৃহস্পতিবার (০৬ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে নগরীর কলেজ রোড এলাকায় পুলিশের ওপর হামলা করে অপু নামে এক আসামিকে ছিনিয়ে নিয়ে যায় মনিরুজ্জামান রনি।

একই সঙ্গে এ ঘটনার জের ধরে নগরীর ২ নম্বর পুলিশ ফাঁড়িতে হামলা ও ভাংচুর চালানো হয় বলে জানান শহর উপ পরিদর্শক (টিএসআই) ফারুক হোসেন।  

এ ঘটনায় পরদিন শুক্রবার (০৭ জুলাই) রনির বিরুদ্ধে ৩টি মামলা দায়ের করা হয়।

এসব ঘটনার জের ধরেই তাকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় যুবলীগের একটি সূত্র।  

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৭ 
এমএএএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।