ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে উপজেলা চেয়ারম্যানসহ ১০ জামায়াত নেতা আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, জুলাই ৮, ২০১৭
রাজশাহীতে উপজেলা চেয়ারম্যানসহ ১০ জামায়াত নেতা আটক

রাজশাহী: রাজশাহীর বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান জিন্নাত আলীসহ জামায়াতে দশ নেতাকে আটক করেছে পুলিশ।

শনিবার (০৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার আমোদপুর এলাকায় গোপন বৈঠক চলাকালে তাদের আটক করে বাঘা থানা পুলিশ।

আটক অন্যরা হলেন, চারঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জামায়াতের জেলা সেক্রেটারি নাজমুল হক, বাঘা পৌর জামায়াতের নেতা সাইফুল ইসলাম, আড়ানী পৌর জামায়াতের আমির সামশুল ইসলাম, বাঘা বাউসা ইউনিয়ন জামায়াত সভাপতি মজিবুর রহমান, বাজুবাঘা ইউনিয়ন সভাপতি ওয়াজেদ আলী, জামায়াত নেতা সেকেন্দার আলী, মোয়াজ্জেম হোসেন, আহম্মদ আলী ও রফিকুল ইসলাম।

রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বাংলানিউজকে জানান, সন্ধ্যায় উপজেলার আমোদপুর এলাকায় উপজেলা চেয়ারম্যান জিন্নাত আলীর বাড়ির পাশের মসজিদে গোপন বৈঠক করছিলেন এসব জামায়াত নেতা। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই মসজিদে থেকে তাদের আটক করে।

নাশকতার পরিকল্পনার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হবে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে রোববার (০৯ জুলাই) তাদের আদালতে পাঠানো হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৮
এসএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।