ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

আওয়ামী লীগ মূলত কর্তৃত্ববাদী দল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩০ ঘণ্টা, জুলাই ৯, ২০১৭
আওয়ামী লীগ মূলত কর্তৃত্ববাদী দল

ঢাকা: ক্ষমতাসীন আওয়ামী লীগকে কর্তৃত্ববাদী দল হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (০৯ জুলাই) দুপুরে নয়াপল্টন ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর (দক্ষিণ) আয়োজিত সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছিলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ মূলত কর্তৃত্ববাদী দল।

তারা জোরপূর্বক ক্ষমতায় আরোহণ এবং ক্ষমতা ধরে রাখার ঐতিহ্যে বিশ্বাস করে। গণতন্ত্রের প্রতি তাদের লেশমাত্র শ্রদ্ধা নেই।

তিনি বলেন, জনগণের ভোট ছাড়াই আওয়ামী লীগ ক্ষমতায় বসে আছে। এ কারণে জনগণ নির্বাচিত প্রতিনিধিদের সহ্য করতে পারে না। তাই জনগণও এ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। তারা চায় খালেদা জিয়ার নেতৃত্বে একটি গণতান্ত্রিক সরকার।

প্রতিনিধি সংগ্রহ এ কর্মসূচিতে ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির সভাপতি হাবীব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক কাজী আবুল বাসারসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সম্প্রতি গুলশান কার্যালয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৭
এজেড/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।