ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বিয়ানীবাজার পৌর কাউন্সিলর মিছবাহের জামিন নামঞ্জুর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০২ ঘণ্টা, জুলাই ৯, ২০১৭
বিয়ানীবাজার পৌর কাউন্সিলর মিছবাহের জামিন নামঞ্জুর

সিলেট: সিলেটের বিয়ানীবাজার পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিছবাহ উদ্দিনের জামিন নামঞ্জুর করেছেন সিলেটের একটি আদালত।

রোববার (৯ জুলাই) ২০১৫ সালে গাড়ি পুড়ানোর ঘটনায় পুলিশের দায়ের করা একটি মামলায় বিয়ানীবাজার আদালতে হাজিরা দিতে গেলে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর জন্য পুলিশকে নির্দেশ দেন।

আদালত ও দলীয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

পৌর ছাত্রদলের আহ্বায়ক ফয়েজ আহমদ এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, মামলায় নিয়মিত হাজিরা দিয়ে আসলেও নির্বাচনে তিনি কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার কারণে তখন হাজিরা দিতে পারেননি। যে কারণে রোববার আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৭
এনইউ/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ