ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

মেহেন্দীগঞ্জের দুই আওয়ামী লীগ নেতা বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, জুলাই ৯, ২০১৭
মেহেন্দীগঞ্জের দুই আওয়ামী লীগ নেতা বহিষ্কার

বরিশাল: বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই আওয়ামী লীগ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

রোববার (৯ জুলাই) বিকেলে বরিশাল জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট কাইউম খান কায়সার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

বহিষ্কৃত দুই আওয়ামী লীগ নেতা হলেন- মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য কাজী শহীদুল ইসলাম ও ১৫ নম্বর জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মনির হোসেন হাওলাদার।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১৩ জুলাই মেহেন্দীগঞ্জে ইউপি নির্বাচনে ১ নম্বর আন্দারমানিক ও ১৫ নম্বর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় সিদ্ধান্ত অমান্য ও আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অভিযোগে দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী হিসেবে দল থেকে সাময়িক বহিষ্কারের এ সিদ্ধান্ত নিয়েছে জেলা কমিটি।

পাশাপাশি স্থায়ী বহিষ্কারের জন্য দলীয় সভাপতি বরাবর চিঠি পাঠানো হয়েছে বলেও জানানো হয়।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৭
এমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ