ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ফের চেয়ারে গাজীপুর সিটি মেয়র মান্নান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, জুলাই ১০, ২০১৭
ফের চেয়ারে গাজীপুর সিটি মেয়র মান্নান

গাজীপুর: সাময়িক বরখাস্ত হওয়ার তিনদিন পর আদালতের নির্দেশ ফের চেয়ারে বসেছেন গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র অধ্যাপক এমএ মান্নান।

সোমবার (১০ জুলাই) দুপুরে অধ্যাপক মান্নান কাউন্সিলর ও দলীয় নেতাকর্মীদের নিয়ে নগর ভবনে গিয়ে নিজ দফতরের চেয়ারে বসেন।

মেয়র তার দফতরে পৌঁছানের আগে বিএনপি নেতাকর্মীরা নগর ভবনে ভিড় করেন।

পরে মেয়র পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভোচ্ছা জানান নেতাকর্মীরা।
 
মেয়র অধ্যাপক এমএ মান্নান তার নিজ দফতরে সাংবাদিকদের জানান, আইনি লড়াইয়ে বিজয়ী হয়ে ফের মেয়রের দায়িত্ব পালন করতে এসেছি। যেহেতু সিটি নির্বাচনের এক বছরেরও কম সময় রয়েছে সেহেতু রাস্তাঘাট, পানি নিষ্কাশনসহ অতি জরুরি কাজগুলো দ্রুত সম্পাদন করা হবে।

অধ্যাপক এমএ মান্নান ২০১৩ সালে মেয়র নির্বাচিত হওয়ার পর এ পর্যন্ত তিনবার বরখাস্ত হয়েছেন। তিনি বিভিন্ন মামলায় ২২ মাস করাগারে বন্দি ছিলেন। দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন মাত্র ১৮ মাস ১৯ দিন। তার বিরুদ্ধে এ পর্যন্ত ৩০টি মামলা করা হয়েছে। গত ১৮ জুন আদালতের নির্দেশে মেয়র মান্নান দায়িত্ব নেওয়ার ১৯ দিন পর গাজীপুর সিটি করপোরেশনের ৪র্থ বছর পূর্তির দিন ফের তাকে সাময়িক বরখাস্ত করা হয়। মেয়র পদ ফিরে পেতে মন্ত্রণালয়ের বরখাস্তের আদেশের বিরুদ্ধে মান্নান রোববার হাইকোর্টে রিট আবেদন করেন।

রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনটির শুনানি হলে আদালত মন্ত্রণালয়ের ওই আদেশ তিন মাসের জন্য স্থগিত ঘোষণা করেন। তৃতীয় দফা সাময়িক বহিষ্কারের তিনদিন পর সোমবার দুপুরে তিনি ফের মেয়রের চেয়ারে বসেন।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, জুলাই ১০, ২০১৭
আরএস/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ