ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

পটুয়াখালী জেলা ও পবিপ্রবি ছাত্রলীগের সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, জুলাই ১০, ২০১৭
পটুয়াখালী জেলা ও পবিপ্রবি ছাত্রলীগের সম্মেলন

পটুয়াখালী: বাংলাদেশ ছাত্রলীগের পটুয়াখালী জেলা শাখাকে আরো গতিশীল ও বেগবান করতে ২৪ জুলাই সম্মেলনের তারিখ নির্ধারণ করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ। পাশাপাশি ২৫ জুলাই পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখা ছাত্রলীগের সম্মেলনের দিন নির্ধারণ করা হয়েছে।

ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ছাত্রলীগের পটুয়াখালী জেলা শাখা ও পবিপ্রবি শাখাকে আরো গতিশীল ও বেগবান করার লক্ষ্যে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনের সকল ধরনের প্রস্তুতি গ্রহণ ও সফলভাবে সম্পন্ন করার জন্য পটুয়াখালী জেলা ও  পবিপ্রবি শাখা ছাত্রলীগ নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭৪৫ ঘণ্টা, জুলাই ১০, ২০১৭
এমএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ