ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

যশোর জেলা ছাত্রলীগের সভাপতি শাহী, সম্পাদক জিসান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, জুলাই ১০, ২০১৭
যশোর জেলা ছাত্রলীগের সভাপতি শাহী, সম্পাদক জিসান রওশন ইকবাল শাহী ও সাল-সাবিল আহম্মেদ জিসান

যশোর: যশোর জেলা ছাত্রলীগের সভাপতি পদে রওশন ইকবাল শাহী ও সাধারণ সম্পাদক পদে সাল-সাবিল আহম্মেদ জিসান নির্বাচিত হয়েছেন।

সোমবার (১০ জুলাই) বিকেলে পৌর কমিউনিটি সেন্টারে জেলা ছাত্রলীগের প্রত্যেক ইউনিটের সভাপতি-সাধারণ সম্পাদকের ভোটের মাধ্যমে নির্বাচিত হন তারা।

সংশ্লিষ্টরা জানান, যশোর জেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ শাখার সভাপতি রওশন ইকবাল শাহী ১০৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন।

তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সাব্বির রহমান লিমন পেয়েছেন ১৬ ভোট।

সাধারণ সম্পাদক পদে শহর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ও সদ্য বিদায়ী জেলা কমিটির সদস্য সাল-সাবিল আহম্মেদ জিসান ১০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সালাউদ্দিন কবীর পিয়াস পেয়েছেন ১৫ ভোট।
 
ভোটের সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাবেক সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী সাইফুজ্জামান শেখর, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জয়দেব নন্দী, সাবেক পাঠাগার সম্পাদক দেলোয়ার হোসেন দিপু, ছাত্রলীগের বর্তমান সহ-সভাপতি আনোয়ার হোসেন আনু, মাসুমা আক্তার পলি, উপ-স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক কাওছার হক, উপনাট্য বিতর্ক সম্পাদক সোহানী হাসান তিথী, যশোর জেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী কমিটির সভাপতি আরিফুল ইসলাম রিয়াদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল, জেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সাবেক সহ-সভাপতি নিয়ামত উল্লাহ প্রমুখ।

ভোটগ্রহণের আগে সিলেকশনে নেতা নির্বাচনের লক্ষ্যে স্থানীয় সংসদ সদস্য, আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের সঙ্গে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাদের আলোচনা হয়। তবে আলোচনায় ফলপ্রসূ না হওয়ায় কাউন্সিলরদের দাবির পরিপ্রেক্ষিতে ভোটের মাধ্যমে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়।

নির্বাচনের জন্য সভাপতি পদে ১৮ জন ও সাধারণ সম্পাদক পদে ২২ জন মনোনয়নপত্র জমা দিলেও শেষ মুহূর্তে সভাপতি প্রার্থী রওশন ইকবাল শাহী ও সাব্বির রহমান লিমন এবং সাধারণ সম্পাদক পদে সালাউদ্দিন কবীর পিয়াস, জাকির হোসেন জুম্মান, সাল-সাবিল আহম্মেদ জিসান, ইমরান হোসেন, ইফাতুজ্জামান ও সালাউদ্দিন কবির ছাড়া বাকিরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

**যশোর জেলা ছাত্রলীগের সম্মেলন সোমবার
**যশোর জেলা ছাত্রলীগের সম্মেলন শুরু
**‘বিএনপির আন্দোলন আষাঢ়ের তর্জন-গর্জন’

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, জুলাই ১০, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ