ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ব্যক্তিগত সফরে শনিবার লন্ডন যাচ্ছেন খালেদা 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৭
ব্যক্তিগত সফরে শনিবার লন্ডন যাচ্ছেন খালেদা 


ঢাকা: চিকিৎসা গ্রহণ এবং লন্ডনে অবস্থানরত বড় ছেলে তারেক রহমান ও তার পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য শনিবার (১৫ জুলাই) সন্ধ্যায় ব্যক্তিগত সফরে লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

নানা জল্পনা-কল্পনা, লেখা-লেখি ও আলোচনার মধ্যে বৃহস্পতিবার (১৩ জুলাই) রাত ১০টায় দলের পক্ষ থেকে বিএনপি প্রধানের লন্ডনযাত্রা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসে।
 
গুলশানে খালেদা জিয়ার বাসভবনে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির বৈঠক চলাকালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপেক্ষমান সাংবাদিকদের ব্রিফিং করেন।


 
এ সময় তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী ১৫ জুলাই শনিবার সন্ধ্যায় ব্যক্তিগত সফরে লন্ডন যাবেন। লন্ডনযাত্রার প্রাক্কালে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সঙ্গে তিনি বৈঠক করেছেন।
 
বৈঠকে দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন দলের নেতা-কর্মীদের বন্যার্তদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে বন্যার্তদের মধ্যে প্রয়োজনীয় ত্রাণতৎপরতা চালাতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন।
 
ফখরুল বলেন, ঢাকা শহরে মশাবাহিত রোগ চিকুনগুনিয়া মহামারি আকার ধারণ করেছে। এ রোগে নগরবাসী সীমাহনী কষ্ট ও যন্ত্রণা ভোগ করছেন। কিন্তু এ বিষয়টি নিয়ে সরকারের কোনো তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না। চিকুনগুনিয়ার ব্যাপারে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে আজকের বৈঠকে।

তিনি বলেন, সরকার দেশে একটি নির্বাচনী আবহ তৈরির চেষ্টা করছে। তারা বিভিন্নভাবে প্রচার-প্রচারণা চালাচ্ছে। হেলিকপ্টারে গিয়ে জনসভা করছে। কিন্তু বিরোধী দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করছে না। স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়টিও আলোচনায় এসেছে।
 
খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, এম তরিকুল ইসলাম, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, গয়েশ্বরচন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২১১ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৭
এজেড/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।