ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

চিকুনগুনিয়া রোধে সরকারকে ব্যবস্থা নেয়ার আহ্বান খালেদার

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৩ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৭
চিকুনগুনিয়া রোধে সরকারকে ব্যবস্থা নেয়ার আহ্বান খালেদার চিকুনগুনিয়া নিয়ে খালেদার টুইট বার্তা

ঢাকা: চিকুনগুনিয়া প্রতিরোধে যথাযথ ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপাসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

বৃহস্পতিবার (১৩ জুলাই) দিনগত রাত ৮টা ৫১ মিনিটে এক টুইট বার্তায় তিনি এ আহ্বান জানান।

খালেদা জিয়া চিকুনগুনিয়া আক্রান্তদের আরোগ্য কামনা করেন সৃষ্টিকর্তার কাছে।

প্রথমে চিকুনগুনিয়া ভাইরাস জ্বর ঢাকাকেন্দ্রিক হলেও এখন পর্যায়ক্রমে সারাদেশে ছড়িয়ে পড়ে।

শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সব বয়সী মানুষ চিকুনগুনিয়া জ্বরে আক্রান্ত হচ্ছে। এ জ্বর নিয়ে নগরজুড়ে আতঙ্ক বিরাজ করছে। চিকিৎসকরা বলছেন- এ ভাইরাস জ্বর আতঙ্কিত হওয়ার কিছু নেই।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৭
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।