ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

নির্বাচন হাসিনার অধীনেই হবে, বললেন হানিফ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৭
নির্বাচন হাসিনার অধীনেই হবে, বললেন হানিফ রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখছেন মাহবুব উল আলম হানিফ। ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি দেশ-বিদেশে যতই ষড়যন্ত্র করুক, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে। এর কোনো বিকল্প নেই।

শনিবার (১৫ জুলাই) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি।

হানিফ বলেন, বিএনপি একটি সন্ত্রাসবাদী দল, এটা দেশ-বিদেশে স্বীকৃত।

এরা বিগত দিনে সব উগ্রবাদ সৃষ্টি করেছে। তাই এদের সব ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।

সরকারের উন্নয়নের চিত্র সাধারণ মানুষের কাছে তুলে ধরতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে হানিফ বলেন, পেট্রোল দিয়ে পুড়িয়ে মানুষ হত্যার বিচার হবে, অন্যায়ের শাস্তি পেতেই হবে। বিএনপি ২১ হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করেছে। এমনকি শেখ হাসিনাকেও হত্যার চেষ্টা করেছিল।

বর্তমান সরকারের উন্নয়নচিত্র তুলে ধরে ক্ষমতাসীন দলের এ নেতা আরও বলেন, বিএনপি সরকার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। তখন দেশ ছিল অন্ধকারে। খাদ্য উৎপাদন ছিল ২ কোটি ৭৬ হাজার মেট্রিক টন, সেখানে আমরা উৎপাদন করেছি ৩ কোটি ৯৬ মেট্রিক টন। বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছি।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহানের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন— আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার, একেএম শাহজাহান কামাল এমপি, তরিকত ফেডারেশনের মহাসচিব এম এ আউয়াল এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিঙ্কু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৭
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।