ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি-জামায়াত ক্ষমতায় আসলে দেশকে পাকিস্তান বানাতে চায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৭
বিএনপি-জামায়াত ক্ষমতায় আসলে দেশকে পাকিস্তান বানাতে চায়

নীলফামারী: সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেছেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় আসলে দেশকে পাকিস্তান বানাতে চায়। বঙ্গবন্ধু গরীব, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য রাজনীতি করেছিলেন। আমরাও তারই রাজনীতি করি।

শনিবার (১৫ জুলাই) দুপুরে নীলফামারী সদর উপজেলা পরিষদ মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্র, অভিধান, বাদ্যযন্ত্র ও প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

সংস্কৃতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।

সকল ক্ষেত্রে উন্নয়ন হয়েছে, মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, আয় বেড়েছে। দেশকে আরো এগিয়ে নিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব সকলের।

উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন, সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।