ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

বিগত নির্বাচনে ইসি দৃষ্টান্ত স্থাপনে ব্যর্থ হয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৪ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
বিগত নির্বাচনে ইসি দৃষ্টান্ত স্থাপনে ব্যর্থ হয়েছে

ঢাকা: বিগত নির্বাচনে ইসি দৃষ্টান্ত স্থাপনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। ‍

রোববার (১৬ জুলাই) নয়াপল্টন দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।  

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে যে ধরনের নির্বাচন হয় তার কোনো ব্যতিক্রম ঘটাতে পারেনি নির্বাচন কমিশন।

ভোটকেন্দ্র দখল, লুটপাট, রক্তপাতের নির্বাচন এবং প্রতিপক্ষ বিএনপির প্রার্থী ও সমর্থকদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়া।

তিনি আরো বলেন, নির্বাচন কমিশনের ক্ষমতা প্রয়োগে আইনগতভাবে যথেষ্ট সুযোগ রয়েছে। তা প্রয়োগের কোনো দৃষ্টান্ত আমরা দেখিনি।  

তবে ইসির কাছে আমাদের প্রত্যাশা অবাধ, সুষ্ঠু নির্বাচন। যার মাধ্যমে জনগন ভোটকেন্দ্রে গিয়ে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে।

তিনি বলেন, ইসির দেওয়া নির্বাচনী রূপরেখার কপি হাতে পাওয়ার পর দলের নীতিনীর্ধারণী পর্যায়ে আলোচনা করে আমরা প্রতিক্রিয়া জানাবো। তবে ইসির কাছে প্রত্যাশা সুস্পষ্ট।  

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-  বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
এএম/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।