ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

লন্ডনে খালেদা জিয়া

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
লন্ডনে খালেদা জিয়া লন্ডনে খালেদা- ছবি: সংগৃহীত

ঢাকা: লন্ডনে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

রোববার (১৬ জ‍ুলাই)  বাংলাদেশ সময় বেলা ১২টা ৫০ মিনিটের দিকে তাকে বহনকারী ফ্লাইটটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে।

খালেদা জিয়া বিমানবন্দরে পৌঁছানোর আগেই সেখানে অপেক্ষা করেন দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও তার বড় ছেলে তারেক রহমান।

এছাড়া যুক্তরাজ্য বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী বিমানবন্দরে ফুল দিয়ে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান।

ব্যক্তিগত সফরে শনিবার (১৫ জুলাই) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ঢাকা হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৫৮৭ ফ্লাইটে লন্ডনের উদ্দেশে রওনা দেন তিনি।

তার ফ্লাইট সিডিউল ছিল সন্ধ্যা সাড়ে ৭ টায়। কিন্ত প্রচণ্ড যানজটের কারণে খালেদা জিয়া নির্দিষ্ট সময়ের আগে বিমানবন্দরে পৌঁছাতে পারেননি। বিমানবন্দরে পৌঁছাতেই সন্ধ্যা সাড়ে ৭টা বেজে যায়। আনুষ্ঠানিকতা শেষে প্লেনের সিটে গিয়ে বসলে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে শাহজালাল বিমানবন্দর ছেড়ে যায় প্লেনটি। ‍

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।