ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

ইসির নির্বাচনী রোডম্যাপ বাস্তবসম্মত 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
ইসির নির্বাচনী রোডম্যাপ বাস্তবসম্মত 

ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত রোডম্যাপ বাস্তবসম্মত হয়েছে জ‍ানিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আমরা আশা করছি আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে। কিন্তু তারা যে সহায়ক সরকারের কথা বলছে সেটি সংবিধানে নেই। 

রোববার (১৬ জুলাই) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।  
 
বাণিজ্যমন্ত্রী বলেন, সংবিধান পরিপন্থী কোনো প্রস্তাব যদি কেউ দেয় তাহলে ত‍া গ্রহণযোগ্য হবে না।

আমরা সংবিধান বিরোধী কোনো প্রস্তাব গ্রহণ করবো না। নির্বাচন যথাসময়ে হবে।  

‘তবে সে নির্বাচনে বিএনপি অংশ নেবে কিনা তা তাদের ব্যাপার,’ বলেও মন্তব্য করেন আওয়ামী  লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল।  

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অতীতে বিএনপি নির্বাচনে আসেনি। কিন্তু আমরা ২০১৪ সালের নির্বাচনে অংশ নিয়ে ক্ষমতায় এসে সরকারের পাঁচ বছর মেয়াদ পূর্ণ করতে যাচ্ছি।  

‘তবে আমার মনে হয় বিএনপি আর আগুনে ঝাপ দেবে না। কারণ তারা অতীতের সে ভুল থেকে শিক্ষা নেবে। ’ 

আরেক প্রশ্নের উত্তরে তোফায়েল বলেন, ইভিএম (ইলেক্ট্রনিক্স ভোটিং মেশিন) চালু হলেও আমাদের আপত্তি নেই, না হলেও আপত্তি নেই। ইভিএমের ব্যাপারে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।  

যুক্তরাষ্ট্রের বাংলাদেশি পণ্যের অবাধ বাজারসুবিধা  (জিএসপি) প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা যাবতীয় শর্ত পূরণ করেছি। তারপরও আমরা য‍ুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা পাচ্ছি না। কেয়ামত পর্যন্তও যুক্তরাষ্ট্র এ সুবিধা দেবে কিনা তা আমরা জানি না।  

‘এখন এ ব্যাপারে আমাদের কোনো প্রত্যাশা নেই বলেও মন্ত্যব্য করেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
এসকে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।