ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

পাইপলাইনের কাজ সারতে আবারও আ’লীগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
পাইপলাইনের কাজ সারতে আবারও আ’লীগ

ঝালকাঠি: আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করার পর যে কাজগুলো সম্পন্ন হবে, তাতে উন্নয়নের পথিকৃৎ হিসেবে অন্য কোনো নেতার নাম থাকবে না, থাকবে শেখ হাসিনার নাম। 

রোববার (১৬ জুলাই) ঝালকাঠি শহরের রোনালস সড়কে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে আমু বলেন, আজকে খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের নিয়ে রাজনীতি করেন, জোট গঠন করেন, তাদের বিচার বানচাল করার জন্য আন্দোলন করেন।

অবাক হওয়ার কিছু নেই, জিয়াউর রহমানের কর্মকাণ্ডের ধারাবাহিকতাই তিনি বহাল রেখেছেন।

এসময় তিনি দেশের উন্নয়েন যে সব বড় বড় কাজ পাইপ লাইনে রয়েছে তা বাস্তবানের লক্ষ্যে দলের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি বঙ্গবন্ধু ও মক্তিযুদ্ধে বিশ্বসীদের দলের সদস্য ফরম পূরণের জন্য আহ্বান জানান।

এর আগে শিল্পমন্ত্রী আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন নিজের সদস্য ফরম পূরণ করে। পরে দলীয় নেতাকর্মীরা ফরম পূরণ করে সদস্য পদ নবায়ন করেন। প্রথম দিনে শতাধিক ব্যক্তি নতুন সদস্য ফরম পূরণ করে আওয়ামী লীগে যোগ দেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার প্রমুখ।

বাংলা‌দেশ সময়: ২০১৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
এমএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।