ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

চৌদ্দদলীয় জোট ছাড়ার ইঙ্গিত জাসদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৭
চৌদ্দদলীয় জোট ছাড়ার ইঙ্গিত জাসদের

ঢাকা: আওয়ামী লীগের নেতৃত্বাধীন চৌদ্দদলীয় জোট সরকারের নেতাকর্মীদের দুর্নীতি নির্যাতন বন্ধ না হলে জাসদ দলীয় সিদ্ধান্তের মাধ্যমে জনগণের কাতারে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী।

সোমবার (৩১ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে জাসদ ঢাকা মহানগর সমন্বয় কমিটির আয়োজনে ‘বগুড়ায় মা ও মেয়ের ওপর নির্যাতনকারীদের শাস্তির দাবিতে’ এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

নির্যাতনের ঘটনায় জড়িতদের দল থেকে বহিষ্কার করার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানিয়ে নাদের চৌধুরী তার বক্তব্যে বলেন, আমরা জাসদ ১৪ দলে অংশগ্রহন করেছি জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য, একটি অসম্প্রদায়িক রাষ্ট্র গঠন করার জন্য এবং সর্বোপরি অর্থনৈতিক মুক্তি অর্জনের মধ্য দিয়ে শ্রমজীবি মানুষের জীবন মান উন্নয়নের জন্য।

কিন্তু এর আড়ালে চৌদ্দদলীয় জোটের ছাতার নিচে থেকে কেউ যদি দ‍ুর্নীতি করেন, অপরাধ করেন এবং মধ্যযুগীয় কায়দায় এই ধরনের অপরাধের সঙ্গে যুক্ত হন তাহলে অবশ্যই আমরা দলীয় সিদ্ধান্ত নেবো এবং আমরা জনগেণের কাতারে এসে দাঁড়াবো।

বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া এ মানববন্ধন পরিচালনা করেন জাসদ কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক এ কে এম শাহ আলম।

মানববন্ধনে মধ্যে বক্তব্য রাখেন-  জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোকোনুজ্জামান রোকোন, নুরুল আক্তার, ওবায়দুর রহমান চুন্নু, ঢাকা মহানগর (উত্তর) সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, সহ সম্পাদক আশরাফুল হক ঝন্টু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৭
এসআইজে/বিএস

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।