ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি নির্বাচন বর্জনের মত ভুল আর করবে না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৭
বিএনপি নির্বাচন বর্জনের মত ভুল আর করবে না বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

সিরাজগঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, কোন দল যদি একাধিকবার নির্বাচন বর্জন করে তবে তাদের অস্তিত্ব নিয়ে টানাটানি পড়বে। আওয়ামী লীগ মনে করে বিএনপি আর সে ভুল করবে না। জনগণের প্রতি আস্থা রেখে নির্বাচনে অংশ নেবে।

সোমবার (৩১ জুলাই) বিকেলে সিরাজগঞ্জে ২৫০ শয্যা বিশিস্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা এবং শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ ১৯৭০ সালে সামরিক শাসনের মধ্যেও নির্বাচন করেছে।

নির্বাচনে ভোট দেওয়া যেমন জনগণের অধিকার। তেমনি নির্বাচনে অংশ নেয়া অথবা বর্জন করাও হচ্ছে রাজনৈতিক দলের অধিকার।

নাসিম আরো বলেন,  নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সঙ্গে কোনো দলের সংলাপ হবে না। নির্বাচন কমিশন সংলাপ ডেকেছে, সুশীল সমাজসহ নির্বাচনে অংশগ্রহণকারী সব দলের সঙ্গে পর্যায়ক্রমে সংলাপ হবে। নির্বাচন কমিশনের দায়িত্ব যথাসময়ে সুষ্ঠুভাবে নির্বাচন শেষ করা।
এর আগে তিনি ২৫০ শয্যা বিশিস্ট সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের সিসিইউ ইউনিট, মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত ইউনিটসহ বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ আয়োজিত আলোচনা সভায় যোগ দেন।

হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. উদয় নারায়ণ মোহন্তের সভাপতিত্বে ও ডা. ওয়ালিউল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন-পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সিভিল সার্জন ডা. শেখ মো. মনজুর রহমান ও মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসার ডা. রেজাউল ইসলাম।  

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ৩১ জুলাই, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।