ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

আন্দোলন খালেদার সঙ্গে এখন টেমস নদীর পাড়ে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৭
আন্দোলন খালেদার সঙ্গে এখন টেমস নদীর পাড়ে

ঢাকা: ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘দুর্বার আন্দোলন ঈদের পরে, খালেদা জিয়ার মুখের কথা। কোথায় গেলো এ দুর্বার আন্দোলন? ঈদের পর একমাস চলে গেলো, এ দুর্বার আন্দোলন খালেদা জিয়ার সঙ্গে এখন টেমস নদীর পাড়ে স্বেচ্ছা নির্বাসনে।’

ঈদের পরে বিএনপির আন্দোলনের ঘোষণা নিয়ে সোমবার (৩১ জুলাই) সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে এক সভায় এমন মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  
 
সুপ্রিম কোর্ট বারের শহীদ শফিউর রহমান মিলনায়তনে সম্মেলন প্রস্তুতি কমিটির পরিচিতি সভা ও কর্মী সমাবেশেরে আয়োজন করে ‘বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ।


 

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মানুষ এখন বলে এ ঈদ না ওই ঈদ, এই মাস না ওই মাস, এই বছর না ওই বছর আন্দোলন হবে কোন বছর?

তিনি বলেন, কারা চক্রান্ত করে? কারা চক্রান্তের চোরাগলি খোঁজে? তারা যখন দেখেছে আগামী নির্বাচনে বিজয়ের কোনো সম্ভাবনা নেই, ঠিক তখনই ষড়যন্ত্রের চোরাগোপ্তা পথ খুঁজে বেড়াচ্ছে। কখনও দেশে, কখনও বিদেশে।

ওবায়দুল কাদের বলেন, নেতিবাচক রাজনীতি তাদের আরও দুর্বল করে ফেলছে। তারা ইতিবাচক রাজনীতিতে যদি ফিরে না আসে তবে তাদের ভবিষ্যৎ মুসলীম লীগের মতোই অন্ধকার। বিএনপি নিজেরাই নিজেদের সর্বনাশ ডেকে আনছে নেতিবাচক রাজনীতি করে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপিকে নিয়ে আপনাদের বিচলিত হওয়ার কোনো কারণ নেই। বিএনপিকে নিয়ে বিচলিত হবেন না। বিএনপির অবস্থা এখন বেহাল সড়কের মতো। তাদের বুদ্ধিজীবীরাই বলে কোমর ভাঙা দল, কেউ বলে হাঁটু ভাঙা দল। আমরা সেটা বলতে চাই না।

আওয়ামী লীগ পন্থি  আইনজীবীদের ঐক্য  নিয়ে ওবায়দুল কাদের বলেন, এ দুইটাকে (আওয়ামী ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ) এক করতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। এ কাগুজে ঐক্যে কাজ হবে না। মুখে ঐক্যের দরকার নেই। ঐক্য মনে চাই, চেতনার ঐক্য চাই।

পরিষদের আহ্বায়ক ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন-আইনমন্ত্রী আনিসুল হক, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, উপদেষ্টামণ্ডলীর সদস্য আবদুল বাসেত মজুমদার, আইন সম্পাদক শ ম রেজাউল করিম প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা  করেন পরিষদের সদস্য সচিব ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।  

বাংলাদেশ সময়: ২২৪৪ ঘণ্টা, জুলাই ৩১,২০১৭
ইএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।