ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

১৫ আগস্টের নামে চাঁদা চাইলে জানান: কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৭
১৫ আগস্টের নামে চাঁদা চাইলে জানান: কাদের

ঢাকা: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১৫ আগস্টের নামে যদি কেউ চাঁদাবাজি করতে আসে তাহলে ধানমন্ডি অফিসে জানান। আমরা ব্যবস্থা নেবো। এ ধরনের অপকর্ম সহ্য করা হবে।

সোমবার (৩১ জুলাই) সন্ধ্যায় কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা ট্যাকসেস বার অ্যসোসিয়েশনের নব-নির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
দেশবাসীর উদ্দেশ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘পার্টির বাইরে অনেক সময় ভুঁইফোড় সংগঠন হঠাৎ এসে দাবি করলো শোক দিবস পালন করবে।


 
‘বঙ্গবন্ধুকে সম্মান জানাতে গিয়ে অসম্মান করবেন না। যদি কেউ ১৫ আগস্টের নামে যদি কেউ চাঁদাবাজি করতে আসে তাহলে বঙ্গবন্ধু কন্য শেখ হাসিনার ধানমন্ডি অফিসে জানান। ’
 
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাইলে আওয়ামী লীগের পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশে পদ্মাসেতু ও মেট্রোরেল হচ্ছে। ঢাকা চট্টগ্রাম ফোর লেন হয়েছে। বিএনপির এমন কোনো উন্নয়ন নেই। ভাষণ দিয়ে মন করা যায় না।  

‘মন জয় করতে হবে উন্নয়ন ও  আচারন দিয়ে। উন্নয়ন ও ভালো আচারণের মিশেলেই সাফল্য এনে দিতে পারে,’ বলেন ওবায়দুল কাদের।  
 
বাংলাদেশ সময়: ০১৫৪ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৭
এসএ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।