ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

খাগড়াছড়িতে শ্রমিকলীগ নেতার উপর হামলার ঘটনায় বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৯ ঘণ্টা, আগস্ট ২, ২০১৭
খাগড়াছড়িতে শ্রমিকলীগ নেতার উপর হামলার ঘটনায় বিক্ষোভ

খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলা শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক সুরুজ মিয়ার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

বুধবার (০২ আগস্ট) সকালে বিক্ষোভকারীরা শহর প্রদক্ষিণ শেষে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করেনে। এতে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মনির হোসেন খান, আওয়ামী লীগ নেতা ও পার্বত্য জেলা পরিষদ সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু।

সমাবেশ থেকে ঘটনার জন্য খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম ও তার ক্যাডারদের দায়ী করা হয়। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসের গডফাদার মেয়র রফিকসহ সব সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানানো হয়। অন্যথায় বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেন আওয়ামী লীগ নেতারা।

গত মঙ্গলবার রাতে জেলা সদরের উত্তরগঞ্জপাড়ায় সন্ত্রাসীরা সুরুজ মিয়াকে উপর্যুপুরি কুপিয়ে আহত করে। প্রথমে তাকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে রাতেই উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।