ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বৃহস্পতিবার বিএনপির যৌথসভা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩০ ঘণ্টা, আগস্ট ২, ২০১৭
বৃহস্পতিবার বিএনপির যৌথসভা

ঢাকা: বৃহস্পতিবার (০৩ আগস্ট) সকাল ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথসভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

যৌথসভা শেষে সংক্ষিপ্ত ব্রিফিং-এ সভার বিষয়গুলো সংবাদ মাধ্যমকে জানানো হবে।  

বিএনপির প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলানিউজকে এসব তথ্য জানিয়েছেন।

যৌথ সভায় যুগ্ম-মহাসচিব, সম্পাদক মন্ডলীর সদস্য, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি-সম্পাদকদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

একই দিন সকাল ১০টায় মরহুম হারুন অর রশিদ খান মুন্নুর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে নয়াপল্টন কার্যালয়ের সামনে। এতে দলে শীর্ষ নেতাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেবেন।  

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৭
এজেড/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।