ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, আগস্ট ২, ২০১৭
খালেদা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাগেরহাট: খালেদা জিয়া নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বুধবার (২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা ভবন উদ্বোধনকালে এ মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, তারা সেনাবাহিনীর কাঁধে ভর করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসেছিল।

এখন আবার সে ষড়যন্ত্র শুরু করেছে। দেশের উন্নয়নের স্বার্থে সবাই ঐক্যবব্ধ হয়ে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে।

এসময় উপস্থিত ছিলেন- বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব অপরূপ চৌধুরী, বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস ও পুলিশ সুপার পংকজ রায়।

এর আগে সকালে জেলার মোড়েলগঞ্জে নির্মাণাধীন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে পথসভা করেন মন্ত্রী। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহনশীল ও দূরদর্শী নেতৃত্ব দেশকে অস্থিতিশীলতার হাত থেকে রক্ষা করেছে। তাই হানাহানি থেকে বাঁচতে হলে আগামী নির্বাচনে সবাই আওয়ামী লীগকে ভোট দিন।

এসময় অন্যান্য অতিথিদের সঙ্গে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ওবায়দুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. লিয়াকত আলী খান, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগের নেতাকর্মী ও মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

এরপর দুপুরে জেলার শরণখোলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন ও মতবিনিময় সভা করেন মন্ত্রী। এসময় তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। প্রত্যেক উপজেলায় মুক্তিযোদ্ধা পল্লী করা হবে। আগামী তিন মাসের মধ্যে মুক্তিযোদ্ধার বাড়ি বাড়ি গিয়ে তাদের ভাতা পৌঁছে দেওয়া হবে।

মন্ত্রী বলেন, ঈদুল আজহার আগেই তিন মাসের ভাতা-বোনাস প্রত্যেকের হাতে তুলে দেওয়া হবে। অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসা সেবা, তাদের সন্তানদের শিক্ষা ও বিয়ের ব্যয়ভার বহন করা হবে। সনদ প্রত্যায়ন, গেজেট ও অন্যান্য বিষয়ের জন্য কোনো মুক্তিযোদ্ধাকে আর মন্ত্রণালয় যেতে হবে না।

শরণখোলা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রশাসক ও ইউএনও মীর আলিফ রেজার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামালউদ্দিন আকন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এম সাইফুল ইসলাম খোকন, মুক্তিযোদ্ধা কামান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার এম এ খালেক খান ও ডেপুটি কমান্ডার হেমায়েত উদ্দিন বাদশা, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্পের পরিচালক (পিডি) মো. আব্দুল হাকিম ও এলজিইডির বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. সাহাদাৎ হোসেন।

এরপর বিকেলে জেলার কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন ও মতবিনিময় সভা করেন মন্ত্রী। এসময় তিনি বলেন, বর্তমান সরকার অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি আবাসনের ব্যবস্থা করবে। কোনও মুক্তিযোদ্ধাকে আর গৃহহীন থাকতে হবে না বলে মুক্তিযোদ্ধাদের আশ্বাস দেন তিনি।

এসময় অন্যান্য অতিথির সঙ্গে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজরা দেলোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা নান্নু হাজরা, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।