ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

দুর্গাপুরে আ’লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ৬, আটক ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৭
দুর্গাপুরে আ’লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ৬, আটক ৬

নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ছয়জন আহত হয়েছেন।

এদিকে এ ঘটনায় উপজেলা বিএনপির সভাপতিসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (০৪ আগস্ট) বিকেলে কাচারী সড়কে বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রমের সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এস.এম আশরাফুল আলম বাংলানিউজে জানান, কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের উপস্থিতিতে উপজেলা সদরে বিএনপির সদস্য সংগ্রহ করার কথা ছিল। বিকেলে ব্যারিস্টার কায়সার কামাল ওই অনুষ্ঠানে যাওয়ার পথে আওয়ামী লীগের কয়েকজন তাদের বাধার দেন। এতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে দুই রাউন্ড রাবার বুলেট ছোড়েন। সংঘর্ষে উভয়পক্ষের অনন্ত ছয়জন আহত হয়। পরে ঘটনাস্থল থেকে স্থানীয় বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়াসহ ৬ জনকে আটক করে পুলিশ। ফের যেন এধরনের ঘটনা না ঘটে সেজন্য এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু’র সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কিছু জানেন না বলে জানান।

অপরদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ডা. আনোয়ারুল হকের মোবাইলে কল দেয়া হলে তিনি ফোন রিসিভ করেন নি।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ০৪ আগস্ট, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ