ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

‘১৫১ আসন নিয়েই জাতীয় পার্টি ক্ষমতায় যাবে’ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৭
‘১৫১ আসন নিয়েই জাতীয় পার্টি ক্ষমতায় যাবে’  ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা জাতীয় পার্টির প্রতিনিধি সভায় সংসদ সদস্য সালাহউদ্দিন এক নেতাকে পরিচয় করিয়ে দিচ্ছেন। ছবি: অনিক খান- বাংলানিউজ

ময়মনসিংহ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫১ আসন নিয়েই জাতীয় পার্টি ক্ষমতায় যাবে বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন মুক্তি। 

শুক্রবার (৪ আগস্ট) বিকেলে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় উপজেলা জাতীয় পার্টির প্রতিনিধি সভায় এ মন্তব্য করেন তিনি।  

তিনি বলেন, সারাদেশে সাংগঠনিকভাবে জাতীয় পার্টি ঘুরে দাঁড়িয়েছে।

জাতীয় পার্টি এখন প্রথম সারির শক্তিশালী রাজনৈতিক শক্তি। এ দল যখন ক্ষমতায় ছিল তখন দেশকে সুশাসন ও সমৃদ্ধি দিয়েছে। তাই মানুষ জাতীয় পার্টিকেই দেশের আশা-ভরসার কেন্দ্রস্থল হিসেবেই মনে করছে। এ ধারাবাহিকতায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫১ আসন নিয়েই জাতীয় পার্টি ক্ষমতায় যাবে।

ক্ষমতার রাজনীতিতে জাতীয় পার্টিকে ফ্যাক্টর হিসেবে উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, জাতীয় পার্টির সমর্থন ছাড়া কেউ সরকার গঠন করতে পারে না। এবার জাতীয় পার্টি জনগণের সমর্থনে ক্ষমতায় যেতে চায়।  

পরে সংসদ সদস্য সালাহউদ্দিন মুক্তি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী হিসেবে ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসন থেকে প্রবীণ রাজনীতিক ডা. কে. আর. ইসলামকে পরিচয় করিয়ে দেন।  

উপজেলা জাতীয় পার্টির সভাপতি নাজমুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জাতীয় পার্টির প্রবীণ নেতা ডা. কে. আর. ইসলাম, মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল আউয়াল সেলিম, জেলা জাতীয় পার্টির নেতা ও বিশিষ্ট সাংবাদিক মোশাররফ হোসেন, জেলা জাতীয় পার্টির সহ-সাধারণ সম্পাদক শফিকুল আলম তপন, শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক ওয়াহিদুজ্জামান আরজু, জেলা ছাত্র সমাজের আহবায়ক সাব্বির হোসেন বিল্লাল প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৭ 
এমএএএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ