ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

স্বাধীনতার ৪৬ বছরেও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৭
স্বাধীনতার ৪৬ বছরেও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি কর্মী সভায় শফিকুল ইসলাম মিন্টু-ছবি-বাংলানিউজ

ময়মনসিংহ: স্বাধীনতার ৪৬ বছরেও ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু। 

শুক্রবার (৪ আগস্ট) বিকেলে ময়মনসিংহের ফুলবাড়িয়ার কালাদহ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে স্থানীয় ইউনিয়ন জাসদ আয়োজিত কর্মী সভায় এসব কথা বলেন তিনি।  

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে কোটি কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে।

তিনি অভিযোগ করেন, সরকার দলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোসলেম উদ্দিন সরকারি বরাদ্দের টাকা লুট করায় এখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। তিনি নিজের আখের গুছাচ্ছেন। তার কারণেই এখানে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। স্থানীয় জনগণ এ অবস্থার পরিবর্তন চায়।  

মিন্টু বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলের প্রার্থী হিসেবে মাঠে নামতে আমাকে নির্দেশনা দেওয়া হয়েছে। আমি মনোনয়ন পেয়ে এমপি হলে এ অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটাবো।

১০ নম্বর কালাদহ ইউনিয়ন জাসদের সভাপতি সাইফুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাব ময়মনসিংহের সাধারণ সম্পাদক ও পৌর জাসদ সভাপতি মো. শামসুল আলম খান, জাসদ নেতা শরীয়ত উল্লাহ মাস্টার প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৭ 
এমএএএম/আরআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ