ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

এই সরকারকে আরও একবার ক্ষমতায় রাখতে হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৭
এই সরকারকে আরও একবার ক্ষমতায় রাখতে হবে এই সরকারকে আরও একবার ক্ষমতায় রাখতে হবে

রাজশাহী: বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে এই সরকারকে আরও একবার ক্ষমতায় রাখতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। 

শনিবার (০৫ আগস্ট) দুপুরে রাজশাহীর বাঘা উপজেলার আড়পাড়া-তেপুকুরিয়া পাকা রাস্তার উদ্বোধন ও আড়পাড়া শিক্ষা প্রতিষ্ঠানের নবনির্মিত ভবন উদ্বোধনকালে এ মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
 
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের কোনো বিকল্প নেই।

এ সরকার ক্ষমতায় থাকলে বর্ষা মৌসুমে গ্রামের মানুষকে আর কাদামাটি ঠেলে রাস্তা পার হতে হবে না। এজন্য তিনি এই সরকারকে আরেকবার নির্বাচিত করার আহ্বান জানান।  

দেশের উন্নয়নের কথা তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আট বছর আগে মানুষ রাস্তা দিয়ে চলাচল করতে পারতেন না। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পর্যায়ক্রমে উপজেলায় এক গ্রামের সঙ্গে আরেক গ্রামের সব রাস্তা পাকা করা হচ্ছে। এর ফলে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন হচ্ছে।  

তিনি আশা প্রকাশ করে বলেন, ২০১৯ সালের নির্বাচনেও যদি ‘নৌকামার্কা’ বিজয়ী হয় তাহলে এ দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা হবে। এ লক্ষ্যেই সরকার কাজ করছে।  

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মাকসুদুল ইসলাম, বাউসা ইউনিয়ন চেয়ারম্যান শফিকুর রহমান প্রমুখ।

প্রকৌশল অধিদফতরের মাধ্যমে বাঘার আহম্মদপুর-আড়পাড়া, তেঁপুকুরিয়া-আটঘরিয়া ও পাকুড়িয়ার হাজামপাড়া গ্রামের মধ্য এক কোটি ২০ লাখ টাকা ব্যয়ে এসব রাস্তা পাকাকরণ হয়। এছাড়া আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মিত হয়েছে ৮৬ লাখ টাকা ব্যয়ে।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৭
এসএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ