ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ভৈরবে আ’লীগের সদস্য পদ নবায়নের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৭
ভৈরবে আ’লীগের সদস্য পদ নবায়নের উদ্বোধন

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরবে আওয়ামী লীগের সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (০৫ আগস্ট) দুপুরে ভৈরব শহরের আইভি ভবনে এ কার্যক্রমের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
 
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা মো. সায়দুল্লাহ মিয়ার সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা মির্জা সুলায়মান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মো. সিরাজ উদ্দিন, শহর আওয়ামী লীগের সভাপতি এস.এম. বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমুখ।

পরে সদস্য ফরম পূরণ করে নিজের সদস্য পদ নবায়ন করেন নাজমুল হাসান পাপন।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৭
টিএ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ