ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বরিশালে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৭
বরিশালে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

ব‌রিশাল: বরিশালে রুবায়েত হোসেন বাবু (২০) নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে বরিশাল সদর উপজেলার তালতলী বাজার সংলগ্ন বাবুর বাসার সামনে এ হামলা চালানো হয়।

ঘাড়ে ও হাতে আঘাতপ্রাপ্ত হলে গুরুতর আহত অবস্থায় রাতেই তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাবু তালতলী এলাকার আব্দুল মান্নান খানের ছেলে।

আহত বাবু বাংলানিউজকে জানান, তালতলী বাজার এলাকায় দোকানে বসে ছিলেন তিনি। এসময় বেশ কয়েকজন যুবক মোটরসাইকেল নিয়ে সেখানে এসে কুপিয়ে জখম করে। যাদের মধ্যে শুভ ও জাহিদসহ বেশ কয়েকজনকে শনাক্ত করেছেন তিনি।

এলাকায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে প্রতিপক্ষরা সদর উপজেলার ছাত্রলীগ নেতা বাবুর ওপরে এ হামলা চালাতে পারে বলে জানিয়েছেন বাবুর বড় ভাই জেলা ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক নূর-ই-আলম খান বাপ্পি।

বাংলা‌দেশ সময়: ০১০৫ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৭
এমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ