ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ঝিনাইদহে স্বেচ্ছাসেবকলীগ কর্মীকে কুপিয়ে হত্য‍া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৩ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৭
ঝিনাইদহে স্বেচ্ছাসেবকলীগ কর্মীকে কুপিয়ে হত্য‍া

ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের আরাবপুরের চানপাড়ায় ফিরোজ আহমেদ (৩০) নামে এক স্বেচ্ছাসেবকলীগ কর্মীকে কুপিয়ে হত্য‍া করেছে দুর্বৃত্তরা।

রোববার (০৬ আগস্ট) দুপুর ২টার দিকে চানপাড়া মসজিদের পাশে এ ঘটনা ঘটে। ফিরোজ চানপাড়া গ্রামের আনছার অালীর ছেলে।

তিনি জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য ছিলেন।

স্থানীয়রা জানান, দুপুরে ফিরোজ বাসা থেকে বের হয়ে শহরের দিকে যাচ্ছিলেন। তিনি চানপাড়া মসজিদের কাছে পৌ‍ঁছালে একদল দুর্বৃত্ত তাকে কুপিয়ে জখম করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমদাদুল হক শেখ বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ